খুনের আসামি থেকে পিৎজা শেফ, ১৬ বছর পর গ্রেফতার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩১

পুলিশের চোখ ফাঁকি দিয়ে পিৎজা শেফের ছদ্মবেশ ধারণ। এতেও শেষ রক্ষা হলো না। ১৬ পর ইন্টারপোলের জালে ধরা পড়লো ইতালির ‘মাফিয়া বস’ এডগার্দো গ্রেকো। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ৬৩ বছরের এই কুখ্যাত মাফিয়াকে ফ্রান্সের আল্পস পর্বতের কোলের সেন্ট-এটিন থেকে গ্রেফতার হয়েছে।


গ্রেফতারের পর এই কুখ্যাত অপরাধীকে লিও শহরে ম্যাজিস্ট্রেটর সামনে হাজির করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


ইন্টারপোলের দাবি, দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া এলাকার ‘এনড্রাংঘেটা’ মাফিয়া গ্যাংয়ের নেতা সে। ইতালির আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু গত দেড় দশক ধরে ধরা-ছোঁয়া বাইরে। শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে ফ্রান্স থেকে।


তার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। ২০০৬ সাল থেকে ইতালির ওই মাফিয়াকে খুঁজছিল পুলিশ। কিন্তু নাম পরিচয় বদলে ফেলে সে। মাফিয়া থেকে সে নামে রেস্তোরাঁ ব্যবসায়। কিন্তু ইন্টারপোল নজর রাখছিল বিভিন্ন জায়গায়। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক জানান, বিদেশে লুকিয়েছিলেন তিনি।


ফরাসি শহরে ইতালিয়ান রেস্তোরাঁ চালাচ্ছিল অভিযুক্ত মাফিয়া ডন। পিৎজা বিক্রি করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us