‘আনন্দবাজারে ব্যবসা করে আপনি কত বড় কুতুব হইছেন, দেখব ভাই’

প্রথম আলো প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬

চাঁদার জন্য তলব করার পর যেতে রাজি না হওয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রথমে ফোনে হুমকি-ধমকি দেওয়া ও পরে লোক পাঠিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ করেছেন পানি ব্যবসায়ী।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান ওরফে সোহাগের বিরুদ্ধে তিনি এ অভিযোগ জানান।


রাজধানীর বঙ্গবাজারের ওই পানি ব্যবসায়ী ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার একজন নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত ৩০ জানুয়ারি ফোন করে চাঁদার জন্য তাঁকে তলব করেছিলেন ছাত্রলীগ নেতা ইমদাদুল। হলে যেতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি-ধমকি দেন ইমদাদুল। পরে ৩১ জানুয়ারি অনুসারীদের পাঠিয়ে পানির বোতল ভাঙচুর করিয়েছেন তিনি। হুমকি-ধমকির কথোপকথনের অডিও রেকর্ড প্রথম আলোর কাছে রয়েছে৷


ওই হুমকির অডিওতে ছাত্রলীগ নেতা ব্যবসায়ীকে বলেন, ‘আনন্দবাজারে ব্যবসা করে আপনি কত বড় কুতুব হইছেন; আমি একটু আপনারে দেখব, ভাই। আপনার শখ হলে আপনি আনন্দবাজারে আসেন। আপনি কেমন মানুষ, একটু দেখব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us