সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল অধিনায়ক শামসুন্নাহারকে। আশার কথা হলো, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনও সমস্যা দেখা যায়নি।
হাসপাতাল থেকে ফিরেই আজ শনিবার সকালে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত মাথায় আঘাত নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে। তবে বাংলাদেশের জয়ের পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। রাতেই শামসুন্নাহারকে স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছিল।