আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যা করতে বলেছে, তা শর্ত নয়। আমি বলব, এগুলো পরামর্শ। আইএমএফের পরামর্শগুলো আমাদের অর্থনীতিকে আরও সক্রিয় করতে সাহায্য করবে। এসব পরামর্শ পূরণে কোনো চাপ নেই। তবে আমরা আগে থেকেই আইএমএফের পরামর্শের কাজগুলো করছি।
আইএমএফ বলছে, খেলাপি ঋণ কমাতে হবে। ইতিমধ্যে সেই পদক্ষেপ নেওয়াও হয়েছে। তবে বিশেষ পরিস্থিতির কারণে বিভিন্ন সময় খেলাপিদের জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়। এগুলো ঋণ আদায়ের কৌশল। আমরা তো আফগানিস্তানের কাবুলিওয়ালাদের মতো আচরণ করতে পারি না। ঋণ আদায় করতেই নানা ছাড় দেওয়া হয়। অনেক সময় ব্যবসায়ীরা বিপদে পড়েন। তাঁদের ঋণ পুনঃতফসিল করতেই হয়। কোভিডের সময় সেই সুবিধা দেওয়া হয়েছে। ভারতের চেয়ে এখনো আমাদের দেশে ঋণখেলাপির হার কম। ঋণখেলাপির হার ৯ শতাংশের মতো, যা অস্বাভাবিক ও ভয়ংকর নয়।