যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা নজরদারি বেলুন শনাক্ত হওয়ার পর চীন সফরে যাওয়া পিছিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায়ই চীনে এই সফরে রওয়ানা হওয়ার কথা ছিল ব্লিনকেনের। চীনে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কোনও মন্ত্রীর এটিই হত প্রথম সফর।
নিরাপত্তা, তাইওয়ান এবং কোভিডসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিনকেনের। চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎও করার কথা ছিল।