বিপিএলটা এবার একদমই ভালো কাটেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। হারের বৃত্তে বন্দি ছিল তারা।
৯ ম্যাচে কেবল দুটিতে জিতেছে তারা। শেষ পাঁচ ম্যাচে জয় পায়নি একটিতেও। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ কোচ জুলিয়ান উড। ঢাকায় শেষ পর্ব শুরু হওয়ার আগে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে অফ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দলটির এখন লক্ষ্য পাঁচ নম্বরে থেকে শেষ করা। বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে কোচ উড বলছেন তেমনই। মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি আমরা পাঁচ নম্বর হিসেবে শেষ করতে পারি, তাহলে আমি মনে করবো ভালোই করেছি।