পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার মধ্যে একটি মসজিদে আত্মঘাতী হামলার পেছনে থাকা সন্ত্রাসী গোষ্ঠীকে ধরার কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করে খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান মোয়াজ্জেম জাহ আনসারি বলেছেন, হামলাকারী সেদিন পুলিশের পোশাক পরেই ভেতরে ঢুকেছিল।
সোমবার শক্তিশালী এক বিস্ফোরণ পেশোয়ারের ওই সুরক্ষিত অঞ্চলটির ভেতরে অবস্থিত মসজিদটিকে চূর্ণবিচূর্ণ করে দেয়, সেখানে তখন নামাজ পড়তে তিন থেকে চারশ লোক জড়ো হয়েছিল, যাদের বেশিরভাগই ছিলেন পুলিশের কর্মকর্তা।
ভয়াবহ ওই হামলায় অন্তত ১০১ জনের মৃত্যুর খবর জানা গেছে।
বেআইনি ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরে তারা তা অস্বীকার করে বলে জানিয়েছে ডন।
একাধিক সূত্রের ইঙ্গিত, হামলার পেছনে টিটিপির স্থানীয় কোনো উপদলের হাত থাকতে পারে।