হাথুরুর ফেরা নিয়ে কিছু বলতে চান না এবাদত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে আবারো বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পাঁচ বছর পর আবারো বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে হাথুরুকে। অবশ্য লঙ্কান এই কোচের প্রত্যাবর্তন নিয়ে জাতীয় দলের পেসার এবাদত হোসেনের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করলেও স্বাগতম জানিয়েছেন।


আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ পর্বের খেলা। এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে ফরচুন বরিশাল দল। এরপর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমে কথা বলেন পেসার এবাদত। 


এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কোচ হয়ে আবারো চন্ডিকা হাথুরুসিংহের ফেরাটা কিভাবে দেখছেন। জবাবে এবাদত বলেন, 'সত্যি বলতে আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না।' এরপর সাংবাদিক জানান অলরেডি তো কোচ হয়ে গেছেন তখন এবাদত বললেন, 'তাহলে তো ওয়েলকাম।'


চলমান বিপিএলে খুব একটা সুযোগ মেলেনি এবাদতের। তবে এবারের বিপিএলটা তার কাছে শিক্ষণীয় বলছিলেন, 'এই বিপিএলটা আমার জন্য অনেক বড় শিক্ষণীয়। বিপিএল থেকে এই পর্যন্ত যা শিখেছি আমি বলব আমার স্কিলে। আমার স্কিলকেন্দ্রিক একটু দুর্বলতা ছিল যেটা বিশেষ করে বাস্তবায়ন করার বেলায়। ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করছি সুতরাং দেখা যাক কি হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us