‘বীরকন্যা প্রীতিলতা’ ১০ সিনেমা হলে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৫

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে। 


আগামী শুক্রবার সিনেপ্লেক্সসহ দেশের ১০টি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ।


কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু। সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।


মুক্তি উপলক্ষে বুধবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. বিশ্বজিৎ চন্দ্র, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর রানা দাশগুপ্তসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us