বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ এবং ফ্যাশনের বিষয়ে সম্প্রতি টুইটারে কঙ্গনা রানাউত টুইট করেন, ‘এই দেশে (ভারতে) খান ও মুসলিম তারকাদের প্রতি ভালোবাসার মাত্রা যে একটু বেশিই, তা আর বলার অপেক্ষা রাখে না। এই দেশ একমাত্র খান সাহেবদের ভালোবেসেছে, যত সময় গিয়েছে এবং যাচ্ছে দিনে দিনে তা আরও স্পষ্ট হচ্ছে।’
পদ্মশ্রীজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের এই টুইটের উত্তরে উরফি জাভেদ পাল্টা টুইট করে বলেন, “এসব কী বলছেন! মুসলিম অভিনেতা-হিন্দু অভিনেতা, এই বিভাজনের অর্থ কী? ধর্ম দিয়ে তো শিল্পের বিচার হয় না। মুসলিম হোক আর হিন্দু হোক তারা শুধুই অভিনেতা।”
শিল্পীর ধর্ম নিয়ে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়ার পর যখন ‘পাঠান’ ও দেশের মুসলিম অভিনেতাদের নিয়ে আবারও একের পর এক বিতর্কিত টুইট করছেন কঙ্গনা রানাউত, তখনও উরফি তার টুইটের উত্তরে একই কথা বলেন যে, ‘‘শিল্পী কখনো মুসলমান ও হিন্দু হয় না, তাদের একটাই পরিচয় তারা শিল্পী।”