পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের মসজিদে সোমবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে। পেশোয়ার পুলিশের সদরদফতরের মসজিদে সন্ত্রাসী এই হামলায় দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত বলে ধারণা করা হচ্ছে।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে পেশোয়ারের মসজিদে বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছেন টিটিপির একজন কমান্ডার। তবে ওই কমান্ডারের বোমা হামলা চালানোর দাবি কয়েক ঘণ্টা পর নাকচ করে দিয়েছে টিটিপি।