আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলার ঋণ প্রস্তাব দিলেও সংস্থাটি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। বাংলাদেশকে কেন এই বাড়তি ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের।
বিষয়টি সুস্পষ্টভাবে জানতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কথা বলেছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। তারা বলেছেন, আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) এর বিপরীতে ডলারের দরপতনের কারণেই অতিরিক্ত এই অর্থ পাওয়া যাবে।
বর্তমানে এক এসডিআর- এর বিপরীতে ১.৩৫ ডলার বিনিময় দর রয়েছে। এ হিসাবে, আগামীতে ডলারের আরও দরপতন হলে ডলারের অংকে বাংলাদেশের ঋণের পরিমাণও বাড়বে। তবে এসডিআরের বিপরীতে ডলার শক্তিশালী হলে ডলারের অংকে ঋণের পরিমাণও কমবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ আইএমএফ- এর কাছে এসডিআর থেকে মোট ৩৫০ কোটি ডলারের ঋণ প্রস্তাব দিয়েছিল। ঋণ প্রস্তাব করার সময়, এসডিআর এর বিপরীতে ডলারের দর হিসাব করে এর পরিমাণ ছিল ৪৫০ কোটি ডলার। এখন ডলারের দরপতনের কারণে ৩৫০ কোটি এসডিআর ৪৭০ কোটি ডলারের সমান।