শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’র খবরে এমনটাই জানা গেছে।
আজ (৩১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে সিনেমার কস্টিউমে বসে রয়েছেন তিনি। শার্ট টপ আর কালো ঘাগরায় অন্যরকম দেখাচ্ছে তাকে। অভিনেত্রী একটি সোফায় বসে তার পায়ের রক্ত মুছে নিচ্ছেন। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। সঙ্গে জুড়ে দিয়েছেন কান্নার ইমোজি। আরও পড়ুন: নতুন গানে ঝড় তুলেছেন সানি লিওন উল্লেখ্য, ‘গদর-২’ সিনেমায় অভিনয় করছেন সানি লিওন। ২০০১ সালে মুক্তি বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর এক প্রেম কথা।’