শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের কিছু বিদ্যুৎ কোম্পানি জানাচ্ছে, চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে বড় অঙ্কের লোকসান করেছে তারা। এসব কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং শাহজীবাজার পাওয়ার। তবে এমন খবরের বিপরীতে সরকারি তেল কোম্পানি মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে। বেসরকারি সাত বিদ্যুৎ কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত।
সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বারাকা পতেঙ্গা ২০২১ সালের জুলাই-ডিসেম্বরে শেয়ারপ্রতি ১ টাকা ৮৫ পয়সা বা নিট ৩২ কোটি টাকা মুনাফা করে। তবে চলতি হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৫৭ পয়সা করে মোট ২৭ কোটি টাকা লোকসান করেছে। একইভাবে গত হিসাব বছরের প্রথম ছয় মাসে শাহজীবাজার যেখানে শেয়ারপ্রতি ৩ টাকা ১৯ পয়সা মুনাফা করে, সেখানে এই ছয় মাসে ৯৫ পয়সা হারে লোকসান করেছে বলে জানিয়েছে। এর মধ্যে সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেই ১ টাকা ৩৮ পয়সা লোকসান করেছে। আর খুলনা পাওয়ার জানিয়েছে, গত জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি ২ টাকা লোকসান করেছে। টাকার অঙ্কে যা সাড়ে ৭৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল শেয়ারপ্রতি ১৮ পয়সা বা নিট ৭ কোটি টাকা লোকসান করে।