ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া আর কখনও ইউক্রেনের অংশ হবে না। সোমবার তিনি এই মন্তব্য করেন। পশ্চিমাদের ইউক্রেনীয় নীতির কট্টর সমালোচক বলে পরিচিত এই রাষ্ট্রপ্রধান কিয়েভকে সামরিক সহযোগিতা প্রদানে আপত্তির বিস্তারিতও তুলে ধরেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে রাশিয়া। গত বছর ডিসেম্বরে ক্রোয়েশিয়ার আইনপ্রণেতারা ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন মিশনে যোগ দেওয়ার একটি প্রস্তাব নাকচ করেন। এতে করে প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেন কোভিচ ও মিলানোভিচের মধ্যে গভীর বিরোধ প্রকাশ পেয়েছে।