ব্রাজিলেই বিশ্বজয়ের স্বাদ পেতে পারতেন লিওনেল মেসি। কিন্তু জার্মান বিপ্লবে শিরোপা আর ছুঁয়ে দেখতে পারেননি মেসি। অবশেষে লুসাইলে আর্জেন্টিনার তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি সোনালি ট্রফিতে চুমু এঁকে পেয়েছেন অমরত্বের স্বাদ। তারপর ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসেন তিনি। যে চাপ সামলাতে না পেরে ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম আইডি।
দীর্ঘ সাধনার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন রেডিও ‘আরবানা প্লে’-এর উপস্থাপক অ্যান্ডি কুজনেতসফকে প্রথমবার সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানেই সেসব কথা বলেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
বিশ্বকাপ জয়ের পর মেসি ট্রফি হাতে যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, সেটা ‘লাইক’ পাওয়ার হিসাবে ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গড়েছে নতুন রেকর্ড। তবে ভক্তদের অগণিত শুভেচ্ছাবার্তার কারণে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল।