বিশ্বকাপের ঘটনায় মেসির অনুশোচনা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:৫৪

কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসি অমরত্বের স্বাদ পেয়েছেন। আবার একই বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ককে এমন রূপে দেখা গেছে, যেমনটা আগে কখনও দেখা যায়নি। স্বভাবসুলভ ভাবে শান্ত প্রকৃতির মেসির আচরণে উগ্রতা প্রকাশ পেতে দেখা যায় নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে মেসি ও তার সতীর্থদের আচরণ নিয়ে সমালোচনার ঝড়ও উঠে। 


মেসির ওই ঘটনাটা ঘটেছে ম্যাচের ৭৩ মিনিটের সময়। পেনাল্টি থেকে গোল করেই ডাচ কোচ লুই ফন গালের দিকে দৌড়ে গিয়েছিলেন। তার পর কানের পেছনে দুই হাত দিয়ে ইঙ্গিতবহ একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ম্যাচের পর মেসি দাবি করেছিলেন, ফন গাল তাকে অসম্মান করেছেন বলে এমনটা করেছেন তিনি।


তবে সেই উত্তপ্ত ঘটনার এতদিন পর অনুশোচনা প্রকাশ করেছেন মেসি। প্যারিসে অ্যান্ডি কুজনেতসফকে পেরোস দে লা কাল্লেতে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানতাম ফন গাল কী বলেছিলেন। তবে যা হয়েছে সেটা মূলত ঘটনার তাৎক্ষণিকতায় হয়েছে। আমার নিজেরও বিষয়টা ভালো লাগেনি। পরে মনে হয়েছে এটা ঠিক হয়নি। আসলে এসব ঘটনা স্নায়ুচাপের ফসল, সব কিছু দ্রুত ঘটেছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us