যুক্তরাষ্ট্রে আরও থাকতে চান বলসোনারো, আবেদন করলেন ট্যুরিস্ট ভিসার

প্রথম আলো প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৪

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকার জন্য ছয় মাসের পর্যটক ভিসার জন্য আবেদন করেছেন। গতকাল সোমবার বলসোনারোর আইনজীবীর এক ই–মেইল বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


বলসোনারোকে দেওয়া যেকোনো ভিসা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর যখন চাপ জোরালো হচ্ছে, তখনই এমন আবেদন করা হলো।


বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেক্সান্দ্রে বলেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের আবেদনপত্রটি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আবেদনটি নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকবেন।


রয়টার্সের পাঠানো এক ই–মেইলের জবাবে আলেক্সান্দ্রে বলেন, ‘তিনি (বলসোনারো) কিছুটা সময় বিরতি নেবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং কয়েক মাস যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে থাকবেন। এরপর তিনি তাঁর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us