গত কয়েক দশকে রোবটিক প্রযুক্তি শিল্পে এসেছে নতুনত্ব। প্রতিনিয়ত এ শিল্পটি যেমন বিকাশ লাভ করছে, তেমনি জটিল থেকে জটিলতর কাজে ব্যবহারের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। গত কয়েক বছরে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও রোবটিকস রেখেছে গুরুত্বপূর্ণ অবদান।
ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট
যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ক্যানসার চিকিৎসায় রোবট
রোবটের নাম ‘কোবরা’। দেখতে সাপের মতো। জেট ইঞ্জিনিয়ারিং ও পারমাণবিক প্ল্যান্টের কাজে এর আগে ব্যবহার করা হয়েছে এটি! এই রোবট আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার সার্জারিতে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোবটটি তৈরি করেছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
হাসপাতালে রোবট নার্স
জ্বর মাপা, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রোগীর বিভিন্ন নমুনা সংগ্রহসহ অনেক কাজই করতে সক্ষম এই রোবট নার্স। এই রোবট নার্সের যাত্রা শুরু হয়েছে ভারতের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।