স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সহযোগিতা দেবে জাপান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ২০:২০

স্টার্টআপ সংস্কৃতি বিকাশে বাংলাদেশ-জাপান স্টার্টআপ বিনিময় করবে।  সোমবার (৩০ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তার দফতরে বৈঠক করেন।


এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে আইসিটি খাতে যৌথ-সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।


এসময় প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা স্টার্টআপ, উদ্ভাবন ও গবেষণার ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। তিনি স্টার্টআপ সংস্কৃতির বিকাশে বাংলাদেশ-জাপান স্টার্টআপ বিনিময়, জাপান-বাংলাদেশ আইটি সামিট, জাপান-বাংলাদেশ আইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তাব করেন। বাংলাদেশের ২৫টি স্টার্টআপ এবং জাপানের ২৫টি স্টার্টআপ মোট ৫০টি স্টার্টআপ বিনিময়ের বিষয়ে রাষ্ট্রদূত একমত পোষণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us