দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৮

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৩৬

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় গকেবেরহা শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।


বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গকেবেরহা আগে পোর্ট এলিজাবেথ নামে পরিচিত ছিল। সোমবার পুলিশ জানিয়েছে, রোববার জন্মদিন উদযাপনকারী একদল লোকের ওপর বন্দুকধারীরা গুলি চালালে আটজন নিহত এবং আরও তিনজন আহত হয়।


পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।’


অজ্ঞাত ওই বন্দুকধারীরা ‘অতিথিদের ওপর এলোমেলোভাবে গুলিবর্ষণ করে’ জানিয়ে পুলিশ বলছে, ‘এই ঘটনায় আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবন বাঁচাতে লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us