রাষ্ট্র ও জনগণের প্রতি সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা সংবিধানস্বীকৃত। নাগরিকের সেবা করাই তাঁদের প্রধানতম উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা কী বলে? সরকারি কর্মকর্তাদের কাছে সেবা নিতে গেলে অনেক ক্ষেত্রেই বীতশ্রদ্ধ হয়ে পড়ে মানুষ।
জনগণের কর্মচারীর ভূমিকা পালন না করে উল্টো কর্তা হয়েই শাসাতে হামেশা দেখা যায়। এর বিপরীত উদাহরণও যে নেই তা নয়। এ জন্য আমরা একজন শেখ জোবায়ের আহমেদের দেখা পাই।
যিনি কয় দিন আগেও চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। পদোন্নতি পেয়ে তিনি অন্যত্র বদলি হয়েছেন। কিন্তু আনোয়ারা ছাড়তে গিয়ে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা এককথায় অভাবনীয়।