চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় প্রতিবেশীর দেড় বছরের মেয়ে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে মো. জুয়েল মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) নগরের বায়েজিদ বোস্তামি আবাসিক থেকে তাকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে র্যাব-৭।
এর আগে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। গ্রেফতার জুয়েল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানার গোয়াইলজুরা বাজার এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে।