ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসের বুকে গুলি চালিয়েছে পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার বেলা একটায় ঝাড়সুগুদা জেলার ব্রাজরাজনগরের কাছে গান্ধী চকের সামনে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসকে লক্ষ্য করে দুটি গুলি চালান। চিকিৎসার জন্য তাঁকে বিমানপথে ভুবনেশ্বরে নেওয়া হয়েছে।
ব্রাজরাজনগরের উপবিভাগীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রী গাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কী উদ্দেশে এ ঘটনা ঘটল, সেটি জানা যায়নি।
এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নাবা কিশোরের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাঁকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’