শ্রীপুরে মালামাল লুটে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে হত্যা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:০৪

গাজীপুরের শ্রীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিনকে (৬০) তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ জানুয়ারি) ভোরে মাওনা চৌরাস্তা এলাকার আল-আমিন পোল্ট্রি ফিড নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে থাকা নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ভর্তি সিন্দুক, ক্লোজ সার্কিট ক্যামেরার ডিভিআর, বিভিন্ন ব্যাংকের চেক, গুরুত্বপূর্ণ কাগজ ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী হেলাল উদ্দিনকে তুলে নিয়ে যান। সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বেগমপুর এলাকায় ময়লার স্তূপ থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


হেলাল উদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরহাজীপুর গ্রামের রবি উল্ল্যাহর ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর পৌর এলাকার বকুলতলা গ্রামে বাড়ি করে বসবাস করে আসছেন। তিনি ম্যাক্স ফোর সিকিউরিটি সার্ভিসে চাকরি করতেন।  পোল্ট্রি ফিডের মালিক আহমেদ ইয়াদগির জানান, মাওনা চৌরাস্তায় প্রায় ২৫-৩০ বছর ধরে মুরগির খাদ্য ও মাছের খাদ্য উৎপাদনের পাশাপাশি এ খাদ্য তৈরির কাঁচামাল বিক্রি করি। রোববার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জসিম ও জামান দোকানে এসে সাঁটার ও কলাপসিবল গেটের তালা ভাঙা দেখতে পেয়ে আমাকে জানায়। পরে ঘটনাস্থলে এসে টেবিলের ড্রয়ালগুলো খোলা দেখতে পাই। সিন্দুক দেখতে না পেয়ে নিরাপত্তা প্রহরী হেলালকে খুঁজতে থাকি। পরে হেলালের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি পুলিশে অবহিত করি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকালে ময়লার স্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হাত-পা বাধাও ছিল না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us