ব্যাপক সরকার-বিরোধী বিক্ষোভ, নাগরিকদের ওপর নির্দয় আক্রমণ ও অভিযান এবং রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ—সব মিলিয়ে এই মুহূর্তে ইসলামিক প্রজাতন্ত্রটি কয়েক দশকের মধ্যে বাকি বিশ্ব থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এর ফাঁকে ঘনীভূত হচ্ছে পরমাণু সংকট।
২০০৯ সালের সবুজ আন্দোলনের পর যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে এবারই খোমেনিদের কর্তৃত্ব সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মানুষ এখন বাধ্যতামূলক হিজাবকে সরকারের দুর্বৃত্তায়ন এবং বৃহত্তর নিপীড়নের প্রতীক হিসেবে দেখছে। হাজার হাজার তরুণ-তরুণী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে।