বিশ্বের সবচেয়ে বড় পিৎজা তৈরির নতুন রেকর্ড

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৩০

বিশ্বের সবচেয়ে বড় পিৎজার রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছে পিৎজা হাট। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি দিয়েছে।


রেকর্ড ভাঙা পিৎজাটি ৪ হাজার ২৬৪ স্কয়ার মিটার প্রশস্ত। এটি কেটে ৬৮ হাজার টুকরা করা হয়। পিৎজাটি তৈরিতে ব্যবহার করা হয় ৬ হাজার ১৯২ কেজি ময়দা, ২ হাজার ২৪৪ কেজি টমেটো সস, ৩ হাজার ৯৯২টি চিজ এবং ৬ লাখ ৩০ হাজার ৪৯৪ পেপারনির টুকরো।


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কনভেনশন সেন্টারে গত ২৬ জানুয়ারি তৈরি করা হয় পিৎজাটি। পিৎজা হাট ওইখানকার সব কর্মীকে এ পিৎজা তৈরির জন্য নিয়ে আসে। তারা অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের সবচেয়ে বড় পিৎজাটি তৈরি করেন।


পিৎজা হাটের প্রেসিডেন্ট ডেভিড গ্রেভেসই মূলত এই উদ্যোগ নেন। ১৯৯০ সালে কোম্পানিটির বিখ্যাত ‘দ্য বিগ নিউ ইয়র্কার’ পিৎজার প্রতি সম্মান জানাতেই এ পিৎজা তৈরি করেন তিনি।


ভালো খবর হলো বিখ্যাত সেই পিৎজাটি চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে আবারও ফিরছে পিৎজা হাটের মেন্যুতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us