ইমরান খানকে হত্যার জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে টাকা দিয়েছেন’ বলে অভিযোগ করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে হত্যার নতুন এক চক্রান্তের নেপথ্যে রয়েছেন।
দেশটির টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় শুক্রবার (২৭ জানুয়ারি) ইমরান এই বিস্ফোরক অভিযোগ করেছেন। খবর ডনের।
ইমরান খান বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এরপর ধর্মের নামে আমাকে ‘শেষ করে দেওয়ার’ নতুন পরিকল্পনা করা হয়।
লংমার্চে ওয়াজিরাবাদে তার ওপর হওয়া হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এইসব চক্রান্তকারীরা প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এখন তারা প্ল্যান 'সি' বানিয়েছে, আর জারদারি এর পেছনে আছেন।