৭৮টির কাজই শুরু হয়নি

প্রথম আলো প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:০৬

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৬৮ ফসল রক্ষা বাঁধের মধ্যে মাত্র ৯০টির কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ২২টি বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। অথচ গত ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করার কথা ছিল। কাজ শুরু না হওয়ায় হাওরের বোরো ফসল রক্ষা নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।


পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কথা ছিল। ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। অথচ এখন পর্যন্ত ২২টি ফসল রক্ষা বাঁধের পিআইসি গঠন করা শেষ হয়নি। কাজ শুরু হয়েছে ৫১ শতাংশ প্রকল্পের।


ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া, সোনামড়ল, গুরমা, গুরমা বর্ধিতাংশ, ঘোড়াডোবা, রুই বিল, কাইলানী, জয়ধনা—এই ৯ হাওর পাউবোর অধীন। ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধের ১২০টি প্রকল্প রয়েছে। এর বিপরীতে বরাদ্দ ধরা হয়েছে ২৫ কোটি ১৮ লাখ টাকা। ১২০ প্রকল্পের কাজের মধ্যে পিআইসি গঠন শেষ হয়েছে ১০০টিতে এবং কাজ শুরু হয়েছে ৬০টিতে। এদিকে মধ্যনগর উপজেলায় ৪৮টি প্রকল্পের কাজ রয়েছে। এর বিপরীতে বরাদ্দ ধরা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ টাকা। পিআইসি গঠন শেষ হয়েছে ৪৬টিতে এবং কাজ শুরু হয়েছে ৩০টিতে।


গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ধর্মপাশা উপজেলার দেওলা গ্রামের সামনের চন্দ্র সোনার থাল হাওরের মুগরাইন ফসল রক্ষা বাঁধে গিয়ে দেখা যায়, সেখানে কাজ শুরু করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us