তেল চুরির পর খালি ট্যাংকলরি ফেলে গেল চোরেরা!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৪

নারায়ণগঞ্জের ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনার গেইট থেকে জ্বালানি তেলসহ চুরি হওয়া ট্যাংকলরি (নারায়ণগঞ্জ ঢ-০১-০০৬৯) কাঁচপুর থেকে খালি উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ জানায়, চোরের ৯ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) চুরি করে খালি ট্যাংকলরিটি ফেলে রেখে যায়।


শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনার গেইট থেকে ৯ হাজার লিটার জ্বালানি তেল ডিজেলসহ ট্যাংকলরিটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় চোরেরা। এ ঘটনায় ট্যাংকলরির মালিক মো. উজ্জল বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


ট্যাংকলরির মালিক উজ্জল জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে যমুনা তেল ডিপো হতে ৯ হাজার লিটার জ্বালানি তেল উত্তোলন করে ট্যাংকলরিটি ডিপোর সামনে রাখা হয়। পরবরর্তীতে শুক্রবার সকাল ৬টার দিকে ট্যাংকলরির চালক ও তার সহযোগি যমুনা গেইট এলাকায় এসে দেখতে পায় যে ডিজেল ভর্তি ট্যাংকলরিটি যথাস্থানে নেই। পরে তারা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এক পর্যায়ে তারা বিকেলের দিকে জানতে পারেন একটি ট্যাংকলরি কাঁচপুর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে তারা খালি ট্যাংকলরিটিকে শনাক্ত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us