এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিয়ে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেলফোন বাজার। বলতে গেলে প্রায় প্রত্যেকের হাতেই সেলফোন রয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এখানে তাদের কারখানা স্থাপন করছে। কিন্তু তার পরও বিশাল এ বাজারে ইন্টারনেটের প্রসার অনেকটাই মন্থর। খবর বিবিসি।
২০২২ সালের অক্টোবরে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থার জরিপ অনুযায়ী দেশটিতে ওয়্যারলেস ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৯ কোটি। অর্থাৎ যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকে তাদের সংখ্যা। ২০২১ সালের আগস্টে যে সংখ্যা ছিল তার তুলনায় ১০ লাখের বেশি। ২০১৬-২০ সাল পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দুই অংক থাকলেও বর্তমানে তা এক অংকে নেমে এসেছে।