ঢাকা: এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার নন-কনভাটেবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসির ৮৫৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ব্যুরো বাংলাদেশের দুই বছর মেয়াদি ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটি অরূপান্তরযোগ্য, অনিরাপদ, পূর্ণ অবসায়নযোগ্য এবং সাসটেইনেবল ফাইন্যান্স জিরো কুপন বন্ড। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টে আট শতাংশ ডিসকাউন্ট রেটে বন্ডটি ইস্যু করা হবে।