মোবাইল ফোন ধরিয়ে দিল ৬ ‘খুনি’

সমকাল প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৬

চট্টগ্রামে কায়েস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয়জন হলেন- হুমায়ুন কবির মাসুদ, মো.খোকন, রফিকুজ্জামান সানি, নজরুল ইসলাম, মো. রায়হান ও আব্দুল কাদের জীবন। 


পুলিশ কর্মকর্তারা বলছেন, খুন হওয়া ব্যক্তির লাশের পাশ থেকে উদ্ধার হওয়া মোবাইলের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করা হয়েছে। গত ২১ জানুয়ারি সকালে কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকা সংলগ্ন সড়ক থেকে মোহাম্মদ কায়েসের লাশ উদ্ধার করে পুলিশ। তার পেটে-বুকে ধারালো অস্ত্রের ৭-৮টি আঘাতের চিহ্ন ছিল।


ডিবি পুলিশ জানায়, হুমায়ুন ও কায়েস পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। চার মাস আগে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ বা আইস সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য রাঙামাটিতে তারা একজন পাহাড়ি মাদক বিক্রেতার কাছে যান। পরে আরেকদিন হুমায়ুন একা গেলে তাকে পুলিশের সোর্স বলে আটকে কয়েকজন পাহাড়ি ব্যক্তি মারধর করে এবং ইট দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে। হুমায়ুন কোনোমতে প্রাণে বেঁচে ফিরেন। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us