আবারও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বার ১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্যের শান্তিনিকতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
বিশ্বভারতী কর্তৃপক্ষ মঙ্গলবারের ওই চিঠিতে দাবি করেছেন, অমর্ত্য বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিম্যাল জায়গা দখল করে রেখেছেন। মঙ্গলবার অমর্ত্য সেনকে এই চিঠিটি পাঠিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। —নিজস্ব চিত্র। রেজিস্ট্রারের সই করা চিঠিতে বলা হয়েছে, জমির মাপজোক করেই এই ১৩ ডেসিম্যাল জায়গার তথ্য পেয়েছেন তাঁরা। তাই ওই জমি যেন ফেরত দেন অমর্ত্য।