এবার ছয় শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা স্পটিফাইয়ের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:২১

গুগল ও অ্যামাজনের মতো বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির কর্মী ছাঁটাইয়ের কাফেলায় এবার নাম লেখালো স্পটিফাই। কোম্পানি পুনর্গঠনের উদ্দেশ্যে নিজেদের সামগ্রিক কর্মশক্তির ছয় শতাংশ ছেটে ফেলার পরিকল্পনা করেছে অডিও স্ট্রিমিং খাতে শীর্ষ এই কোম্পানি।


ছাঁটাইকৃত কর্মীর সঠিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য না মিললেও স্পটিফাইয়ের ২০২২ অর্থবছরের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় নয় হাজার আটশ কর্মী আছে কোম্পানিতে। এই পরিবর্তনের অংশ হিসেবে কোম্পানির কনটেন্ট বিষয়ক প্রধান ডন অস্ট্রফের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টিও জানান স্পটিফাই প্রধান ড্যানিয়েল এক।


গুগল প্রধান সুন্দার পিচাইয়ের মতোই এক বলেন, তিনি এই পদক্ষেপের সম্পূর্ণ দায়ভার নিজের ওপর নিচ্ছেন। ছাঁটাই করা কর্মীদের পাঁচ মাসের ক্ষতিপূরণ দেবে কোম্পানি। আর তাদের অর্জিত ও অব্যবহৃত ছুটির সময়, স্বাস্থ্যসেবা, অভিবাসন প্রক্রিয়া ও পেশাগত জীবনেও সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি। স্পটিফাইয়ের বেশিরভাগ কর্মী থাকেন যুক্তরাষ্ট্রে। এর পরবর্তী স্থান দখল করে আছে যথাক্রমে সুইডেন ও যুক্তরাজ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us