কর্মক্ষেত্রে বসের সঙ্গে যতই ভালো খাতির থাকুক না কেন, নিজের মাইনে বাড়ানোর কথা বলতে গিয়ে একটু-আধটু ইতস্তত সবাই করেন। বস বিষয়টা কীভাবে নেবেন, এ নিয়ে ভাবনার অন্ত থাকে না। বস যদি রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দেন! এসব এড়িয়ে যেভাবে নিজের বেতন বাড়ানোর কথা বসের কাছে পাড়বেন, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
প্রথম যৌবনে প্রিয় মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়াটা যেরকম কঠিন কাজ, প্রাপ্তবয়স্ক জীবনে মাইনে বাড়ানোর আবেদন করাটাও একই রকম চাপের। এক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় ভুলটা করেন আজ বলব-কাল বলব করে। আর এ দেরি করার পেছনে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা কাজ করে বলে জানিয়েছেন কর্মক্ষেত্র ও আচরণ নিয়ে একাধিক বইয়ের প্রণেতা ড্যানিয়েল পিংক।
'বসের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা নিয়ে কর্মীরা বিশেষ ভরসা রাখেন না, এবং বেতন বাড়ানোর প্রসঙ্গটা নেতিবাচক হবে বলেই তারা বেশি ধরে নেন,' বলেন এ বিশেষজ্ঞ লেখক।