মাত্র ১৫টি কারণে ব্যর্থ হতে পারে আপনার ব্যবসা-উদ্যোগ

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সাইফুল হোসেন প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:৩২

অনেকের মাথায় দারুণ সব স্টার্টআপ আইডিয়া ঘুরপাক খায়। আর সেই আইডিয়া নিয়েই তড়িঘড়ি করে নেমে পড়েন ব্যবসায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে তাদের সেই স্টার্টআপ বা উদ্যোগ। উদ্যোক্তা আগ্রহ হারিয়ে বসেন। কখনো কখনো সামনে এগিয়ে যাবার মত প্রয়োজনীয় অর্থ হাতে থাকে না কারণ নিজের বিনিয়োগ করার যে টাকা ছিল তা শেষ হয়ে গেছে এবং নতুন কোন টাকা জোগাড় করার মতো অবস্থা নেই। এভাবে অনেক সম্ভাবনাময় উদ্যোগ শুরুতেই মুখ থুবড়ে পড়ে যদিও উদ্যোক্তা ভেবেছিল সার্বিক অবস্থা মোকাবেলা করে সামনে যাবার সক্ষমতা তার আছে।


নানা কারণে স্টার্টআপ উদ্যোগ ব্যর্থ হয়। টাকা শুধু একটা কারণ মাত্র। বিশ্বজুড়ে এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান সিবিআই ইনসাইডস সহ আরও কিছু গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্যর্থতার কারণগুলো খতিয়ে দেখার চেষ্টা করেছে। অনেকগুলো কারণ বের হয়ে এসেছে সেইসব গবেষণায়। আমাদের মতো করে আমরা অনেক কারণের মধ্যে মাত্র পনেরটি নীচে বর্ণনা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us