কংগ্রেস প্রার্থীদের তালিকা প্রকাশ বুধবার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ১১:২৫

ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণ এখনো স্থির করেনি। তবে বাম-কংগ্রেস জোটের শরিক দল কংগ্রেস বুধবার (২৫ জানুয়ারি) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে।


সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।


এদিনের এ সম্মেলনে তার সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দুই মুখপাত্র নীতা চক্রবর্তী এবং উইং কমান্ডার অরুণা আচার্য্য।


বীরজিৎ সিনহা বলেন নির্বাচন ঘোষণা করার আদর্শ নির্বাচন বিধি লাগু হয়েছে কিন্তু শাসকদল বিজেপি তা মানছে না। তারা নিয়মের তোয়াক্কা না করে অনেক উঁচু উঁচু করে দলীয় পতাকা লাগাচ্ছে একই অন্যান্য নিয়ম-কানুন ও ভঙ্গ করছে। বিরোধীদলগুলো যেখানে তাদের কর্মসূচি করছে এর আশেপাশ জায়গায় জড়ো হয়ে বিজেপি কর্মীরা পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে বলেও জানান।  


তিনি আরো বলেন তিপ্রামথা দলকে জোটে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী, কারণ মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের নিয়মিত কথা হচ্ছে বলে জানান তিনি।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us