যশোরে হত্যা মালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ২১ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহরাব যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ১৯৯৮ সালে চাঁচড়া কাঁচাবাজার এলাকায় বাবু নামে একজন হত্যার শিকার হন। ওই হত্যা মামলায় ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এতে যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২০০২ সালে সোহরাব হোসেনকে যাবজ্জীবন সাজা দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার তাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।