ইরানে চলমান বিক্ষোভ মধ্যে গত দুই দিনে তিন নারী সাংবাদিক গ্রেফতার হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামক ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যু ঘিরে গেল সেপ্টেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। পোশাকবিধি না মানায় তিনি নীতি পুলিশের হাতে আটক হন।
তেহরান জার্নালিস্ট ইউনিয়ন সংস্কারবাদী গণমাধ্যম ইতেমাদকে জানায়, গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফেই ও মেহরনৌশ জারেই নামে তিন সাংবাদিক তেহরানে গ্রেফতার হয়েছেন।