স্বর্ণ চোরাচালান ঠেকাতে শুল্ক কমানোর পরিকল্পনা ভারতের

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩

স্বর্ণ চোরাচালান ঠেকাতে এর ওপর আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা করছে ভারত। ভারত সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, উচ্চ করের কারণে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করে চোরাকারবারিরা লাভবান হচ্ছেন। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারক, পরিশোধক প্রতিষ্ঠান ও ব্যাংক।  


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের বাজার ভারতে এর আমদানি শুল্ক কমালে দেশটির বাজারে এর দাম কমে আসবে এবং খুচরা বিক্রয় বাড়বে।


শুল্ক কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে স্থানীয় স্বর্ণ শোধনাগারগুলোর কার্যক্রম পুনরুজ্জীবিত হবে। চোরাকারবারিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে না উঠে গত প্রায় দুই মাস ধরে পরিশোধন বন্ধ হয়ে আছে।


পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, 'সরকার দেশের বাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমানোর কথা ভাবছে। প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। শিগগির আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।'



স্বর্ণের ওপর ভারতে বর্তমানে ১৮ দশমিক ৪৫ শতাংশ শুল্ক কার্যকর আছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ আমদানি শুল্ক, আড়াই শতাংশ কৃষি অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us