পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহেরুন্নিসা সিদ্দিকি। নওয়াজের স্ত্রী আলিয়ার নামে একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন তিনি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজের স্ত্রীকে তলব করেছে ভারসোভা পুলিশ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-পুত্রবধূর মধ্যে। তারই জেরে নওয়াজের স্ত্রী আলিয়ার নামে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (আঘাত করার উদ্দেশে অন্যের সম্পত্তিতে প্রবেশ), ৩২৩ (সামান্য চপেটাঘাত দেওয়া), ৫০৪ (গালিগালাজ করা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা করা হয়েছে।