রাজধানীর ভাটারায় ভিক্টর ক্ল্যাসিকের বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে উত্তরা দক্ষিণখান আশিয়ান সিটির নর্দান বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুট ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।