কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম (৬৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে শহীদুল্লাহর (৩২) বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের ওপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেন।