You have reached your daily news limit

Please log in to continue


পারমাণবিক শক্তির ডাটা সেন্টার স্থাপন করবে কিউমুলাস

পেনসিলভানিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পারমাণবিক শক্তিনির্ভর ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে কিউমুলাস ডাটা। খবর টেকরাডার।

ডাটা সেন্টারের কার্যক্রম পরিচালনায় বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সম্প্রতি প্রযুক্তিগত উন্নয়নের কারণে সেন্টারগুলোর কার্যকারিতা অনেক বেড়েছে। ফলে শক্তির চাহিদাও বাড়ছে। যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে শূন্য কার্বন নিঃসরণের পথে হাঁটছে তখন ডাটা সেন্টারগুলো বিদ্যুৎ ব্যয় কমাতেই হিমশিম খাচ্ছে।

সমস্যা মোকাবেলায় প্রতিষ্ঠানটি একটি ফ্ল্যাগশিপ ডাটা সেন্টার তৈরিতে কাজ করছে, যেটি ৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় করবে। একে সুসকেহানা বলা হয়। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। অর্ধাৎ ৪৮ মেগাওয়াটনির্ভর তিন লাখ বর্গফুটের জায়গাটি ভাড়া দেয়ার জন্য প্রস্তুত।


পুরো সেন্টারটি ৪৭৫ মেগাওয়াট বিদ্যুতে চলবে। এর মোট আয়তন ১২ হাজার একর এবং যুক্তরাষ্ট্রে এটিই প্রথম এ-জাতীয় অবকাঠামো। টালেন এনার্জির সুসকেহানা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের মাধ্যমে এটি পরিচালিত হবে। কিউমুলাস সেন্টারটি পরিচালনায় শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিতের পাশাপাশি কম খরচের প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন