রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেখানকার কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রমেক হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ কর্মচারীরা।
এসময় কর্মচারীরা পরিচালকের দ্রুত অপসারণের দাবি করলে একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেন ইন্টার্ণ চিকিৎসকরাও। এসময় পরিচালকের অপসারণের দাবিতে তাদের স্লোগানে হাসপাতাল ক্যাম্পাস মুখরিত হয়েছে।