‘পাঠান’ মুক্তির আর বাকি মাত্র দুই দিন। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় আসছে শাহরুখ খানের সিনেমা। ‘পাঠান’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। ২০ জানুয়ারি অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই যেন ‘পাঠান’-এ টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ভক্তদের মাতামাতি থাকলেও ‘পাঠান’ নিয়ে সেভাবে প্রচার চালায়নি প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। কিন্তু কেন?
বলিউড সিনেমা মুক্তির আগে ব্যাপক প্রচারণার ব্যাপারটি নতুন নয়। এত প্রচারের পরও বছর কয়েক আগে আক্ষেপ করে অক্ষয় কুমার বলেছিলেন, দক্ষিণ ভারতের সিনেমার তুলনায় প্রচারে হিন্দি সিনেমা পিছিয়ে আছে।
করোনার পর থেকে বলিউড প্রযোজকেরা অবশ্য ব্যাপকভাবে প্রচারে মন দেন। যেসব তারকা আগে প্রায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তাঁরাই যেচে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, ছবির প্রচারে ভারতজুড়ে ছুটে বেড়াতেও না করেন না। সিনেমা মুক্তির আগে টানা প্রচারে অভিনয়শিল্পীদের চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও হাসিমুখেই তাঁরা হাজির হয়েছিলেন প্রচারণায়।