থালাপতি বিজয়কে তামিল বক্স অফিসের কিং বললে অত্যুক্তি হবে না। কারণ তার নাম-জনপ্রিয়তার জোরে দুর্বল মানের সিনেমাও লাভের ঘরে ঢুকে যায়। আর ছবি যখন ইতিবাচক প্রতিক্রিয়া পায়, তখন সেটার দৌড় তো আরও লম্বা। যেমনটা হচ্ছে তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভারিসু’র ক্ষেত্রে।
চিরচেনা ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি এটি। নির্মাণে উতরে গেছেন পরিচালক ভামসি পেইদপালি। ফলে দর্শকের কাছে দারুণ ভালোবাসা পাচ্ছে ছবিটি। বক্স অফিসেও জারি রেখেছে রাজত্ব। একই সময়ে মুক্তি পাওয়া অজিতের ‘থুনিভু’কে হটিয়ে চুটিয়ে ব্যবসা করছে ছবিটি।
গত ১১ জানুয়ারি মুক্তির পর ইতোমধ্যে ১৪১ কোটি ৭০ লাখ রুপি আয় করে ফেলেছে ‘ভারিসু’। এটা অবশ্য শুধু ভারতের হিসাব। আন্তর্জাতিক বাজার হিসাব করলে ছবিটির আয় ছাড়িয়ে গেছে ২২০ কোটি রুপি।