২০২৩ সালে যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে

প্রথম আলো মো. বদরুল আলম খান প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৬:০৩

বাংলাদেশ ২০২৩ সালকে স্বাগত জানাচ্ছে সাফল্য-ব্যর্থতার মিশ্র অনুভূতি নিয়ে। গত ৫১ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশব্যাপী অবকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প দেশজ উদ্যোগে বাস্তবায়ন, রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় নগর ও আন্তনগর যাতায়াতব্যবস্থার দৃষ্টিনন্দন উন্নতি হয়েছে। আমাদের দেশ আধুনিক প্রযুক্তির প্রয়োগে এবং স্মার্ট দেশে রূপান্তরের পথেও বেশ এগিয়ে গেছে।


অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বর্তমানে ৫ দশমিক ৬ শতাংশ থেকে ৬ শতাংশ। অথচ ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলো ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে হিমশিম খাচ্ছে। কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সুপরিকল্পিত উদ্যোগী ভূমিকাও এই সাফল্যের খাতায় উল্লেখ করা জরুরি। এর সঙ্গে আরও যোগ করতে হবে সাধারণ মানুষের অভূতপূর্ব উদ্যোগী ভূমিকা আর শ্রমিক ও কর্মজীবী মানুষের হাড়ভাঙা পরিশ্রম। সব মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এক সম্মানীয় অবস্থানে এসে পৌঁছেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us