টুইটার কার্যালয়ের জিনিসপত্র নিলামে তুলেছেন ইলন মাস্ক

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২০:৫০

ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণের পর থেকেই আর্থিক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। অনেক বিজ্ঞাপন দাতা প্ল্যাটফর্মটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই মূলত আয় কমেছে টুইটারের। ব্যয় কমাতে মাস্ক যেমন কর্মী ছাঁটাইসহ নিয়েছেন নানা পদক্ষেপ, তেমনি আয় বাড়াতেও নিয়েছেন নতুন অনেক সিদ্ধান্ত। এবার টুইটারের সানফ্রান্সিসকো হেডকোয়ার্টারের বিভিন্ন জিনিসপত্র অনলাইন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 


ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারের ২৬৫টি রান্নাঘর সামগ্রী ও আসবাবপত্র নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। এই অনলাইন নিলামটি পরিচালনা করছে হেরিটেজ গ্লোবাল পার্টনার্স নামের একটি সংস্থা। ন্যূনতম ২৫ ডলার দিয়ে অংশ নেওয়া যাচ্ছে নিলামে। প্রতিবেদনে আরও জানা গেছে, টুইটারের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোর হ্যান্ডল নেমও অনলাইনে নিলামে তোলা হবে। 


এক বছরে টুইটারের আয় প্রায় ৪০ শতাংশ কমেছে বলে সম্প্রতি প্রতিবেদনে জানিয়েছিল দ্য গার্ডিয়ান। গত অক্টোবর থেকে ৫০০–এর বেশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেওয়া স্থগিত করায় টুইটারের আয়ে ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে। 


আর্থিক সংকটের কারণে সারা বিশ্বে টুইটারের একাধিক অফিসে এখনো ভাড়া বকেয়া রয়েছে। সান ফ্রান্সিসকো কার্যালয়ের ভাড়া পরিশোধ না করায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন ভবনের মালিক কলম্বিয়া রেইট। মোট ১ লাখ ৩৬ হাজার ২৬০ ডলার ভাড়া বকেয়া রয়েছে বলে জানা গেছে। গত ডিসেম্বরে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টুইটার সান ফ্রান্সিসকোর মার্কেট স্ট্রিটের সদর দপ্তর এবং অন্যান্য বৈশ্বিক কার্যালয়ের ভাড়া পরিশোধের সময়সীমারও কয়েক সপ্তাহ পিছিয়ে ছিল। 


জেনারেল মিলস এবং আমেরিকার গাড়ি নির্মাতা অডির মতো প্রতিষ্ঠানগুলো টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে। তবে গত ডিসেম্বরে টুইটারে আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। আবার বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। টুইটারে প্রতিবছর বিজ্ঞাপন দিতে আমাজন খরচ করবে ১০০ কোটি ডলার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us